এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ছক-১ এ উল্লিখিত বীরগঞ্জ উপজেলাধীন ৪4 (চুয়াল্লিশ) টি বদ্ধ সরকারি পুকুর/ জলমহাল সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি, ২০০৯ এর বিধান মোতাবেক ১৪২6 বঙ্গাব্দ হতে ১৪২8 বঙ্গাব্দ পর্যন্ত ৩ (তিন) বছর মেয়াদে বন্দোবস্ত/ ইজারা প্রদানের নিমিত্তে ছক-২ এ উল্লিখিত সময়সূচি অনুযায়ী নিবন্ধনকৃত প্রকৃত মৎস্যজীবী সংগঠন/ সমবায় সমিতি/ সমিতি এর নিকট হতে সীলমোহরকৃত খামে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।